হংকংয়ে বিলের প্রতিবাদে পুনরায় লক্ষাধিক মানুষের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৯, ১৯:২২| আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৯:৩০
অ- অ+

বন্দী প্রত্যর্পণ বিলের প্রতিবাদে হংকংয়ের ব্যস্ত শপিংমল এলাকায় আবার প্রায় লক্ষাধিক মানুষ সামিল হয়েছেন।

রবিবার এ সমাবেশের ঘটনা ঘটে। হংকংয়ে গত দশ সপ্তাহ ধরে বিলের প্রতিবাদে বিক্ষোভ চলছে। চীনা কর্তৃপক্ষ অবিরত হুমকি দেয়া স্বত্ত্বেও বিক্ষোভ দমন করতে পারেনি।

সমাবেশস্থলে উপস্থিত এক বিক্ষোভকারী বলেন,‘গত দুই মাস ধরে বিক্ষোভ করছি। কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পায়নি। আমরা কেবলমাত্র বার বার রাস্তায় নেমে আসছি।’

আরেকজন বিক্ষোভকারী বলেন,‘সরকার আমাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত পুনরায় আমরা আন্দোলন চালিযে যাবো।’

চীনে বন্দী প্রত্যর্পণ নিয়ে দুই মাস আগে প্রস্তাবিত একটি বিল বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠা হংকংয়ের বিক্ষোভ এখন স্বাধীনতা আন্দোলনের রূপ নিয়েছে। বিক্ষোভের মুখে প্রধান নির্বাহী ক্যারি লাম ওই বিলকে ‘মৃত’ ঘোষণার পরও আন্দোলন থামছে না।

বিক্ষোভকারীরা বিলটি পুরোপুরি বাতিল, পুলিশী নিপীড়নের বিরুদ্ধে স্বাধীন তদন্ত এবং ক্যারি লামের পদত্যাগ চাইছে।

গত সপ্তাহে বিক্ষোভকারীরা সর্বশেষ হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে টানা বিক্ষোভ করার পর চীন সরকার বিক্ষোভকারীদেরকে কড়া বার্তা দিয়েছে।

বিমানবন্দরে সরকারবিরোধী বিক্ষোভ সন্ত্রাসের নামান্তর বলে চীন মন্তব্য করেছে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দুইবার চীন সরকার প্রকাশ্যে হংকংয়ের বিক্ষোভকে সন্ত্রাস বলে মন্তব্য করেছে।

চীনের বার বার এমন কড়া ভাষা ব্যবহারের অর্থ হচ্ছে, হংকংয়ের অচলাবস্থায় বেইজিং ধৈর্য হারাচ্ছে এবং এ পরিস্থিতি নিরসনে চীনের হস্তক্ষেপও আসন্ন হয়ে উঠছে, বলছেন পর্যবেক্ষকরা।

ঢাকাটাইমস/১৮ আগস্ট/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা