রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৯, ২১:১৭| আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২২:৪৮
অ- অ+

পার্বত্য জেলা রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। তার নাম নাসিম (১৯)।

রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী ঢাকাটাইমসকে জানান, রবিবার সকাল ১০টার দিকে রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ নামক এলাকায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর একটি টহল দলের উপর অতর্কিতে গুলি শুরু করে। এ সময় সৈনিক নাসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

রেজাউল করিম আরো বলেন, বর্তমানে ওই স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে।

ঢাকাটাইমস/১৮আগস্ট/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা