নিহত সেনা সদস্যের ময়মনসিংহের বাড়িতে মাতম

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ১৬:৩১
অ- অ+

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনা সদস্য নাসিমের বাড়ি ময়মনসিংহে। জেলার মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়ার বাসিন্দা বিল্লাল হোসেনের পুত্র নাসিম। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে মাতম। বাবা বিল্লাল হোসেন, মা, বড় ভাই নইম আহমেদ বারবার মূর্ছা যাচ্ছেন।

নাসিমের সহপাঠী বাল্যবন্ধু একই গ্রামের মারুফ জানান, সোমবার তার লাশ বিকাল ৩টায় বাড়িতে নিয়ে আসা হয়। তারাটি পূর্বপাড়া প্রাইমারি স্কুল মাঠে বাদ আসর জানাজা হবে।

প্রসঙ্গত, পার্বত্য জেলা রাঙামাটিতে গত রবিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর এই সদস্য নিহত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী ঢাকাটাইমসকে জানান, রবিবার সকাল ১০টার দিকে রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর একটি টহল দলের উপর অতর্কিতে গুলি শুরু করে। এ সময় সৈনিক নাসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
নির্বাচনে ইসিকে সহায়তায় করবে জাতিসংঘ ও জাপান, চুক্তি স্বাক্ষর
শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা