বরিশালে ডেঙ্গুতে কলেজছাত্রীর মৃত্যু

ব্যুরো প্রধান, বরিশাল
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ২৩:৪০
অ- অ+

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সুমাইয়া আক্তার নামে এক কলেজছাত্রী মারা গেছেন্। সোমবার দুপুর ২টায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত সুমাইয়া পটুয়াখালী জেলার দুমকি উপজেলা সদরের বাসিন্দা ও জনতা কলেজের অধ্যাপক ফজলুল হকের মেয়ে এবং একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

এদিকে, সুমাইয়াসহ এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে ডেঙ্গু জ্বরে মারা গেছেন চারজন। এছাড়া বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে মৃত্যু রোগীর সংখ্যা ছয়জন।

তথ্য নিশ্চিত করে বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সুমাইয়া আক্তার নামে ওই ছাত্রী নিজ বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে গত ১৬ আগস্ট তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

পরিচালক বলেন, চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সুমাইয়া শকে চলে যায়। এজন্য দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর দেড় ঘণ্টার মাথায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়ার মৃত্যু হয়।

পরিচালক জানান, বর্তমানে শেবাচিম হাসপাতালে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা