বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে দুই কিশোরীকে ধর্ষণ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০১৯, ১৩:০৭
অ- অ+
প্রতীকী ছবি

বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মাদারীপুর সদর উপজেলায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- রুবেল ও মাসুদ।

মঙ্গলবার সকালে আটক করা হয়। ধর্ষণের শিকার ওই দুই কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার দুই কিশোরীর দাবি, গত সোমবার সন্ধ্যায় শহরের ট্রলারঘাট এলাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাদের নৌকায় তোলা হয়। রাতে এক কিশোরীকে নৌকায় এবং অপর কিশোরীকে নদীর পাড়ের একটি গরুর খামের নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকালে দুইজনকে আটক করে পুলিশ। তারা হলেন সদর উপজেলার পাঁচখোলা গ্রামের রুবেল মোল্লা এবং একই এলাকার মাসুদ মোড়ল।

এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে আজকেই এ ব্যাপারে মামলা করা হবে বলে ধর্ষণের শিকার এক কিশোরীর পরিবার জানিয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে মামলা করলে মামলা নেওয়া হবে। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, দুই কিশোরীর আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে রিপোর্ট দেয়া হবে।

ঢাকাটাইমস/২০আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা