গাজীপুরে পিস্তল-গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ১০:০২
অ- অ+

গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলিসহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মোফাজ্জল হোসেন ওরফে খোকন। তিনি শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার দিবাগত রাতে নোয়াগাঁও এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মোফাজ্জল হোসেনের বসতবাড়ির শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি, একটি রামদা, সুইচ গিয়ার ও তিনটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে মোফাজ্জল জানায়, সে দীর্ঘদিন ধরে গাজীপুর ও পার্শ্ববর্তী জেলা থেকে অস্ত্র কিনে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রেস উইং
এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব
রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা