যশোরে ডেঙ্গুতে শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ১৮:১৪
অ- অ+

যশোরের মনিরামপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবদুল গাফ্ফার নামে একজন শ্রমিক মারা গেছেন। বুধবার সকালে ঢাকা আদ্ব-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃৃত্যু হয়। বৃৃহস্পতিবার ভোরে নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

আবদুল গাফ্ফার যশোরের নওয়াপাড়ার একটি জুট মিলে কাজ করতেন। তিনি উপজেলার আম্রঝুটা গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য প্রভাত চ্যাটার্জি এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুল গাফ্ফারের মরদেহ ভোরে নিজ গ্রামে এসে পৌঁছলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বজনরা জানান, প্রচণ্ড জ্বর অবস্থায় পরিবারের লোকজন আবদুল গাফ্ফারকে গত ১৭ আগস্ট যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২০ আগস্ট ঢাকার আদ্ব-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা