ভারতে মন্দিরে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৯, ১১:৫১
অ- অ+

ভারতে একটি মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় দেশটির তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলার তিরুপোরুরের কাছে গঙ্গাই আম্মান মন্দিরে এ ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন।মন্দির চত্ত্বরে পড়ে থাকা একটি কৌটো খুলতেই বিস্ফোরণটি হয় বলে জানিয়েছে প্রশাসন।

মন্দিরের মধ্যে থাকা একটি পুকুর পাড়ে একটি কৌটো পড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ জনা কয়েক ব্যক্তি কৌতুহলবশত সেই কৌটোটি খুলতে যায়৷ তারপরই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধরন দেখে পুলিশের অনুমান সেটি আইইডি বিস্ফোরণ৷ কাঞ্চিপুরমের পুলিশ সুপার জানিয়েছেন, যে ধরনের বিস্ফোরক ভারতীয় সেনা ব্যবহার করে, সেই ধরনের বিস্ফোরক এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে৷

মৃত ও আহতদের নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ৷ ২২ বছর বয়সি সূর্যের মৃত্যু হয়েছে৷ এছাড়াও আহত হয়েছেন জয়রাম (২৮), দিলিপান (২৫), যুবরাজ (২৫) ও থিরুমল (২২)৷ বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে যায় ফরেনসিক দল৷

ঢাকা টাইমস/২৬আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ
গাজায় ইসরাইলের হামলায় আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত
কলা খেলেই সুস্থ-সবল থাকবে কিডনি, ওজন কমবে তাড়াতাড়ি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা