ভিজিটিং কার্ড সংগ্রহ করে প্রতারণার ভয়ংকর ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০ | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৩

বিভিন্ন ব্যক্তির ভিজিটিং কার্ড থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে চারটি স্তরে প্রতারণার ফাঁদ পেতে চাঁদা আদায় করত একটি চক্র। রাজধানী ও মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

আটক নয়জন হলেন মিন্টু খান, রাকিব খান টিটুল, জামাল শেখ, রবিউল ইসলাম, সোহেল হাওলাদার, শামিম খান, বিল্লাল খান, আব্দুল মোমিন ও রাব্বি হোসেন।

মোবাইলের মাধ্যমে চাঁদা আদায়কারী চক্রটি কয়েকটি স্তরে ভাগ হয়ে কাজ করত বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। বলেন, ‘প্রথমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীদের ভিজিটিং কার্ড সংগ্রহ করত। কার্ড সংগ্রহের ক্ষেত্রে তাদের টার্গেট ছিল ভিজিটিং কার্ড’ প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের টেলিফোন গাইড থেকে নম্বর জোগাড় করত। সেগুলো চক্রের দ্বিতীয় স্তরে থাকাদের কাছে হস্তান্তর করলে তারা ওই ব্যক্তির নাম-ঠিকানা, কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সংগ্রহ করত। তার সম্পদের আনুমানিক হিসাব সংগ্রহের পাশাপাশি টার্গেট ব্যক্তির দুর্বল দিকগুলোর তথ্য সংগ্রহ করে পরবর্তী কার্যক্রমের জন্য তৃতীয় সারির সদস্যদের হাতে পৌঁছে দিতো।’

র‌্যাব-৪ অধিনায়ক বলেন, ‘চক্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তৃতীয় স্তরের সদস্যরা। এরা অত্যন্ত ধূর্ত ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। তারা বিভিন্ন উপায়ে সংগৃহীত ভিজিটিং কার্ডে উল্লিখিত ব্যক্তি সম্পর্কে যাবতীয় তথ্য যাচাই-বাছাই করার পরে মোবাইলফোনে চাঁদা দাবি করে। টার্গেট ব্যক্তির মনে ভীতির সঞ্চার করে তাদের নিয়ন্ত্রণে আনতে নিজেদের বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীর নামে পরিচয় দেয়।’

‘এছাড়া চাঁদার টাকা না দেওয়া হলে হত্যা বা পরিবারের সদস্য, বাবা-মা অথবা ছেলে-মেয়েকে অপহরণের হুমকি দেয়। আর হুমকি দেওয়ার সময়ে যে সিমগুলো ব্যবহার করা হয় তা বিভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা থাকে, ফলে সহজে তাদেরকে ধরা যায় না।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘চক্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় চক্রের কাজ সফলভাবে শেষ করার পরে চতুর্থ স্তরের কাজ শুরু হয়। এ স্তরের কাজ হচ্ছে টাকা সংগ্রহ করা। বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিকাশের মাধ্যমে চাঁদার টাকা গ্রহণ করে। আবার অনেক সময় সরসারি গিয়েও নগদ টাকা আদায় করে।’

জিজ্ঞাসাবাদে তারা জানায়, চাঁদাবাজ চক্রটি ২০০৬ সাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ভিজিটিং কার্ড সংগ্রহের পাশাপাশি বিকাশের মাধ্যমে প্রতারণা, বিভিন্ন নামি-দামি প্রতিষ্ঠানের লটারি জয়ী হওয়া আবার কখনো জিনের বাদশার পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :