কুষ্টিয়ার দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৩
অ- অ+
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম রাশেদুল ইসলাম। পূর্ব শত্রুতার জেরে এই হত্যার কথা জানালেও কী নিয়ে বিরোধ, তা বলতে পারছে না পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার গাছের দিয়ার ঈদগাহ মাঠের কাছে ২৮ বছর বয়সী যুবক রাশেদকে হত্যা করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ওই গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে।

নিহতের চাচাত ভাই মাহবুল ইসলাম জানান, স্থানীয় ১০ থেকে ১২ জন রাশেদুলকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আর্তনাদে ছুটে এসে এলাকাবাসী তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসালয়ে নেয়ার সময়ই রাশেদুলের অবস্থা গুরুতর ছিল। তাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন চিকিৎসকরা। রাত ১১টার দিকে মারা যান তিনি।

স্থানীয়রা ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। রাশেদের চাচাত ভাই স্থানীয় দুই জন যুবকের নাম জানিয়েছেন। তারা ঘটনার পর এলাকা ছেড়ে চলে গেছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ছিনতাই করতে মিরপুর থেকে মোহাম্মদপুরে, অতঃপর সেনাবাহিনীর অভিযানে ধরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা