বরগুনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কর্মকর্তা নিহত

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১
অ- অ+

বরগুনার তালতলীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার বিকালে পৌনে পাঁচটার দিকে আমতলী-তালতলী সড়কের তালতলী উপজেলার মনির পেয়াদার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম আবুল হোসেন। তিনি তালতলী থানায় উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়।

তালতলী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, সরকারি কাজে থানা থেকে বের হয়ে মোটরসাইকেলে চেপে তালতলীর কচুপাত্রা বাজারের দিকে যাচ্ছিলেন এএসআই আবুল হাসান।

পরে আমতলী-তালতলী সড়কের মনির পেয়াদার দোকানের সামনে পৌঁছালে তিনি তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় দ্রুত গতির মোটরসাইকেটি উল্টে এসে আবুল হাসানের মাথার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বরগুনা জেলা পুলিশের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সকল প্রকার আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহত পুলিশ কর্মকর্তার মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হন্তান্তর করা হবে বলেও জানান তিনি।’

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা