শেরপুরে দেশীয় অস্ত্রসহ ১৭ শিবির কর্মী গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০

শেরপুরে গোপন বৈঠকের সময় বিপুল পরিমাণ ধর্মীয় বই, ব্যানার ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ শিবিরের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার দিঘারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন জেলার শ্রীবর্দীর আর বাকি ছয়জন নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, সদর উপজেলার দিঘারপাড় এলাকার বলোবলো বাজারের ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির পরিত্যক্ত গোডাউনে কিছু সন্ত্রাসী গোপন বৈঠক করছে এমন খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে ওই গোডাউনটি ঘিরে ফেলে পুলিশ। এ সময় গোডাউন থেকে ১৭ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বই, ব্যানার, লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :