মাকে মারধরকারী ছেলেকে গ্রেপ্তার করল র্যাব

পটুয়াখালীর গলাচিপায় মাকে মারধরের মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
মঙ্গলবার রাতে উপজেলার বাঁশবাড়ীয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মাকে মারধরকারী ছেলে দুলাল প্যাদাকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশবাড়ীয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুলাল তার মাকে মারধর করার মামলার ওয়ারেন্ট ভুক্ত (সিআর ৬৩৩/১৯) পলাতক আসামি ছিল।
তিনি জানান, মোসা. রনজান বিবিকে নিজের ছেলে দুলাল মারধর করতেন। ছেলের মারধর সহ্য করতে না পেরে গত ৯ আগস্ট গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। উপজেলার বাঁশবাড়ীয়া এলাকার বাসিন্দা আলী মোহাম্মদ প্যাদার স্ত্রী মোসা রনজান বিবি। গ্রেপ্তারকৃত দুলালকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/বিইউ/ইএস)

মন্তব্য করুন