নদের পাড়ে ১৬ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪১
অ- অ+

মাদারীপুর সদরের মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড় থেকে সাগর নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ, যার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ ১৬টি মামলা রয়েছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাগর শহরের দরগাশরিফ এলাকার কালাম ফকিরের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকালে আড়িয়াল খাঁ নদের পাড়ে গুলিবিদ্ধ অবস্থায় সাগরের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়। নিহত সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, সাগর ফকিরের বিরুদ্ধে ডাকাতি, মোটরসাইকেট চুরি, ছিনতাইসহ নানা ঘটনায় সদর থানাসহ ১৬টি মামলা রয়েছে। অনেক চেষ্টা করেও তাকে গ্রেপ্তার করা যায়নি। সকালে মহিষেরচর এলাকায় তার লাশ দেখে স্থানীয়রা জানালে লাশটি উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা