সকালে আফগান কোচের অস্ত্রোপচার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৪

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হারিয়ে বিস্ময় সৃষ্টি করেছে আফগানিস্তান। আর আফগানদের এই জয়ের নেপথ্যের নায়ক দলটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি মোলস। অবশ্য বাংলাদেশে এসে অসুস্থ হয়ে পড়েছেন কোচ। তাকে দুই দফা হাসপাতালে যেতে হয়েছে।

বাংলাদেশ সফরে আসার আগে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করেন রশীদ খানরা। সেখানে তপ্ত বালুতে ডায়াবেটিসে আক্রান্ত মোলসের পায়ে ক্ষত তৈরি হয়। এই ক্ষত তাকে খুব ভোগাচ্ছে। এই কারণে চট্টগ্রামে হাসপাতালে যেতে হয়েছিল মোলসকে। ব্যান্ডেজে মোড়ানো পা নিয়ে চট্টগ্রামে স্টেডিয়ামে আসতে দেখা যায় এই কোচকে।

মোলস এখনো সুস্থ হয়েছে ওঠেননি। ঢাকায় এসে বাধ্য হয়ে তিনি ভর্তি হয়েছেন একটি হাসপাতালে। আগামীকাল (শনিবার) সকালে তার অস্ত্রোপচার। তবে, হাসপাতালে ভর্তি হলেও বসেই নেই মোলস। হোয়াটসঅ্যাপেই রশীদ খানদের সব পরিকল্পনা জানিয়ে দিচ্ছেন তিনি।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আগামীকাল প্রথম ম্যাচ আফগানিস্তানের। মিরপুরে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের পর এখন ফুরফুরে মেজাজে রশীদ খানরা।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :