চুয়াডাঙ্গায় ‘আঁখিতারা জেনারেল হাসপাতাল’ সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২১
অ- অ+

চুয়াডাঙ্গায় ‘আঁখিতারা জেনারেল হাসপাতাল’কে সিলগালা ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ক্লিনিকটির কোন অনুমোদনপত্র না থাকার অভিযোগে সোমবার দুপুরে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইসরাত জাহান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর হাসপাতাল সড়কে ‘আঁখিতারা জেনারেল হাসপাতালে’ কোন বৈধ কাগজপত্র ও অনুমোদন নেই। অথচ ওই ক্লিনিকে দেদারছে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। অস্ত্রপচারসহ জটিল কঠিন রোগের সব চিকিৎসা দেয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইসরাত জাহান জানান, বৈধ কাগজপত্র ও অনুমোদন না থাকার অভিযোগে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। একই সাথে ডাক্তার-নার্সের অনুপস্থিতি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষা না করার অভিযোগে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা