ঢা‌বি‌তে তড়িতাহত হয়ে ইন্দোনেশীয় প্রকৌশলীর মৃত্যু

ঢা‌বি প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৬| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৩
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের সামনে নবনির্মিত একটি পাওয়ার স্টেশনে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে ইন্দোনেশীয় এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তার নাম তৌফিক।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববি‌দ্যালয় ক্যাম্পা‌সে এই দুর্ঘটনা‌ ঘটে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদ‌র্শী সূত্রে জানা যায়, সকালে শহিদুল্লাহ হলের সামনের মাঠে নবনির্মিত একটি পাওয়ার স্টেশনে মেশিনে গ্যাস ভরাচ্ছিলেন করছিল তৌ‌ফিক। হঠাৎ সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পরেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল ১০টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ওই কোম্পানির একটি বাসায় থাকতেন তৌ‌ফিক।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা