গোপালগঞ্জে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি ইউপি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৭
অ- অ+

‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ।

শুক্রবার স্থানীয় কান্দি ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্মেলন হয়।

এসময় লিখিত বক্তব্যে উত্তম কুমার বাড়ৈ বলেন, ‘৫ সেপ্টেম্বর পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সবুজ ঘরামীকে শ্রেণি কক্ষে গণিত শিক্ষক মারপিট করেন।

এ ঘটনায় ওই দিন রাতে কোটালীপাড়া থানায় সবুজ ঘরামীর পিতা সুশীল ঘরামী স্কুলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র হালদার ও গণিত শিক্ষক আশিষ বড়ালের নামে অভিযোগ করেন।

এ নিয়ে গত ৬ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের ভাই প্রাথমিক স্কুলের শিক্ষক অমূল্য রতন হালদার আমার বাবা-মাকে গালিগালাজ করলে ছোট ভাই মনিমোহনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে ৭ সেপ্টেম্বর ওই শিক্ষকের (অমূল্য রতন হালদার) স্ত্রী দুইজন বিএসসি শিক্ষকসহ আমাদের তিন ভাইয়ের নামে কোটালীপাড়া থানায় একটি মিথ্যা মামলা করেন। এ ঘটনার সাথে আমিসহ ওই শিক্ষক জড়িত নয়। তাই আমি এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে ছিলেন- জেলা পরিষদ সদস্য রীনা মণ্ডল, শিক্ষক ভবোতোষ মণ্ডল, রমেন মণ্ডল, ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ, প্রভাষ বাড়ৈ, মঞ্জু হালদার প্রমুখ।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্যাসিনো কাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা