আফগানদের হারাতে মরিয়া বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৬| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৮
অ- অ+

তিন ম্যাচে দুটি করে জয় পেয়ে ইতোমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। প্রাথমিক পর্বের খেলায় একটি করে ম্যাচ হেরেছে দু্টি দলই। এর মধ্যে আফগানিস্তান একটি ম্যাচ হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে। আর বাংলাদেশ হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। ফাইনালের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ফাইনালিস্ট দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছেন।

ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশের জন্য এটি বড় পরীক্ষা। কারণ আফগানদের কাছে প্রথম ম্যাচে হেরেছে সাকিববাহিনী। তাই আজকের ম্যাচটি জিতে চাঙ্গা হয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশ।

গত বিশ্বকাপে এই আফগানদের অনায়াসেই হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর একমাত্র টেস্টে বিশাল পরাজয়ের পর ত্রিদেশীয় সিরিজেও যেন অপ্রতিরোধ্য রশিদবাহিনী। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি জয় তবু স্বস্তি এনে দিয়েছিল। কিন্তু স্বস্তির মাঝে কাঁটা হয়ে বিঁধছে ওই আফগানিস্তান ম্যাচ। এখন ফাইনালের আগে আফগানদের বিপক্ষে জয়খরা ঘোচাতে চায় বাংলাদেশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গতকাল অনুশীলনের ফাঁকে পেসার শফিউল ইসলাম জানান, ‘আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো খেললে তা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। এই জয়ের অভ্যাস আমাদের ফাইনালের জন্য কাজে দেবে।’

শফিউল বললেন বটে। কিন্তু টি-টোয়েন্টিতে আফগানদের সর্বশেষ চার ম্যাচেই হারাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে টানা ১২ ম্যাচে জয়ের রেকর্ড ঝুলিতে পুরে বেশ স্বস্তিতে আছে আফগানরা। রশিদ খান, মুজিব উর রহমানরা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একেকজন যেন মূর্তিমান আতঙ্ক। তবে তা সত্ত্বেও আশা দেখছেন শফিউল, ‘আমাদের আগের ভুলগুলো শুধরে নিতে পারলে আর যদি সবাই শতভাগ দিতে পারি, তাহলে ওদের হারানো অসম্ভব নয়।’

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
পৃথিবীর সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন, মূল্য ছাড়ালো ১ লাখ ২০ হাজার ডলার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা