ক্লাবসহ সাত শতাধিক স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৭| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৭
অ- অ+

রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের জায়গায় মুক্তিযোদ্ধা নামে গড়ে তোলা একটি ক্লাবসহ সাত শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই ক্লাবে ক্যাসিনো ছিল বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার সকাল সাড়ে দশটায় শাহজাহানপুরে রেলওয়ে কলোনির আবাসিক এলাকা দখল করা ৪০ একর জমি উদ্ধারে চতুর্থ দিনের মতো অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।

অভিযানটির নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা এবং সহকারী কমিশনার নজরুল ইসলাম।

ঢাকাটাইমসকে এই কর্মকর্তা জানান, রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে তিন শতাধিক বস্তি ঘর, দেড় শতাধিক দোকানসহ মোট সাত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে।

নজরুল ইসলাম বলেন, ‘আমরা এখানে আজ সাত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এরমধ্যে মুক্তিযোদ্ধার ক্লাবের নামে পরিচালিত একটি ক্যাসিনোও উচ্ছেদ করা হয়েছে।’

চার দিনের অভিযানে মোট আয়তনের প্রায় ৬০ শতাংশ অবৈধ স্থাপনা এরইমধ্যে উচ্ছেদ করা হয়েছে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা