অনলাইন ক্যাসিনোর সমন্বয়ক সেলিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৩ | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪২
ফাইল ছবি

দেশের অনলাইন ক্যাসিনোর প্রধান সমন্বয়ক সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি ৩২২) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেলিমের বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা গেছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন কাশেম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, ‘দুপুর ১টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। র‌্যাবের গোয়েন্দারা খবর পেয়ে ফ্লাইটে হাজির হয়। পরে বিমানের বিজনেস ক্লাসের থাকা ওই যাত্রীকে (সেলিম) আটক করা হয়।

সারওয়ার বলেন, ‘সেলিম দেশে অনলাইন ক্যাসিনোর সমন্বয়ক ছিলেন বলে আমাদের কাছে তথ্য আছে। তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। জিজ্ঞাসাদের পরে তার বিষয়ে বিস্তারিত আরও বলা সম্ভব হবে।’

১৮ সেপ্টেম্বর রাজধানীর চারটি ক্লাবে অভিযান চালায় র‌্যাব। এসময় ক্যাসিনো চালানো অভিযোগে পাওয়া যায় ক্লাবগুলোতে। ওই ক্লাবগুলো থেকে উদ্ধার করা হয় ক্যাসিনোর ডিজিটাল বোর্ড, এনালগ বোর্ড, মদ, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম। প্রথম দিনের অভিযানে পর র‌্যাব-পুলিশ রাজধানীর আরও কয়েকটি ক্লাব, মদের বারে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমান মদ, টাকা ও ক্যাসিনোর বোর্ড। ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ যুবলীগ, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

হেফাজতে নারীর মৃত্যু: র‌্যাব-১৪ অধিনায়ককে সরানো হচ্ছে?

পাবজি খেলার লোভ দেখিয়ে ৩০ শিশুকে বলাৎকার, যুব অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

রাজধানীতে সাড়ে ৮ হাজার লিটার বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

সংসদ ভবন এলাকায় ছাত্রলীগ কর্মী খুন

বিদেশ ভ্রমণের প্রলোভনে নারী খেলোয়াড়দের ধর্ষণ করতেন নিউটন: র‌্যাব

হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব: মুখপাত্র

নারী ক্রীড়াবিদকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সম্পাদক নিউটন গ্রেপ্তার

ফরিদপুরে স্কুলছাত্র অন্তর হত্যা: কাঠমিস্ত্রির ছদ্মবেশে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মেডিকেল সামগ্রী ক্রয় প্রক্রিয়ায় জালিয়াতি, গ্রেপ্তার ২

পোশাক পরে ভাইয়ের পক্ষে মনোনয়ন উত্তোলন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :