বগি দুমড়ে-মুচড়ে নিহত ১, গুরুতর আহত ১৫

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৯, ১৮:০৯| আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৮:১৮
অ- অ+

রংপুরের কাউনিয়া রেলস্টেশনে ইঞ্জিন লাগাতে গিয়ে ট্রেনের বগি দুমড়েমুচড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০-৪০ জন ট্রেনযাত্রী। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস জানায়, সান্তাহার থেকে ছেড়ে আসে পঞ্চগড়গামী উত্তরবঙ্গ সেভেনআপ মেইল ট্রেন। এটি কাউনিয়া স্টেশনে পৌঁছার পর বিকাল সোয়া ৪টার দিকে চালক ইঞ্জিন পরিবর্তন করছিলেন। কিন্তু ইঞ্জিন পরিবর্তনের সময় অতিরিক্ত গতির কারণে ট্রেনের ১ ও ২ নং বগির মাঝের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে আপেল মাহমুদ (২০) নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ৩০-৪০ জন যাত্রী। গরুতর আহত ১৫ জনকে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। তবে, তার নাম পরিচয় জানাতে পারেননি।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শামসুজ্জোহা বলেন, গুরুতর আহত ১৫ জনকে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

ঢাকাটাইমস/০৩অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা