ঢাকায় আনা হয়েছে মাশরাফির বাবাকে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৯, ২২:০৬
অ- অ+

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপনকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সন্ধ্যায় ঢাকায় আনা হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে তাকে যশোর বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকায় আনা হয়।

শুক্রবার সন্ধ্যায় নড়াইল শহরের মহিষখোলার বাসায় গোলাম মর্তুজা স্বপন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে নড়াইল সদর হাসপাতাল থেকে কয়েকজন চিকিৎসক এনে নিজ বাড়িতে তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে যশোর নেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। শুক্রবার রাত ১১টার দিকে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে তার অবস্থা কিছুটা উন্নতি হলে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে তার অবস্থা ভালো বলে জানা গেছে।

মাশরাফির পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ করে বুকে ব্যথা হলে গোলাম মর্তুজা স্বপনকে যশোর সিএমএইচে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আগের থেকে কিছুটা ভালো।

মাশরাফির বাবার অসুস্থতার খবরে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাশরাফি ভক্তসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার বাসায় ছুটে যান।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
ফেনীতে বন্যার অশঙ্কায় ১৩১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা