ছয়টি গোল্ডেন বুটের মালিক মেসি!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৯, ০৯:৩৬| আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৯:৪২
অ- অ+

আবারও গোল্ডেন বুট পেলেন লিওনেল মেসি। ইউরোপের ঘরোয়া লিগগুলোয় সবচেয়ে বেশি গোলের জন্যই এ পুরস্কার। মেসি টানা তৃতীয়বারের মতো এটি পেয়েছেন ঘরোয়া লিগে গত মৌসুমে ৩৬ গোল করে।

এই নিয়ে ছ’বার (২০১০, ২০১২, ২০১৩, ২০১৭, ২০১৮ ও ২০১৯) ইউরোপিয়ান সার্কিটে সর্বাধিক গোলদাতার সম্মান পেলেন এলএমটেন। বার্সেলোনার জার্সি গায়ে চড়িয়ে সর্বপ্রথম ২০১০ সালে মেসি জিতেন প্রথম গোল্ডেন বুট। ২০০৯/২০১০ মৌসুমে লা লিগায় ৩৪ গোল করে জিতেছিলেন সেবার। এরপর ২০১২ সালে ৫০ গোল, ২০১৩ সালে ৪৬ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। এরপর তিন মৌসুম হাতছাড়া হয়েছিল গোল্ডেন বুটটি। তবে ২০১৭ সাল থেকে টানা তিন বছর নিজের করে রেখেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুটটি। ২০১৭ সালে ৩৭ গোল, ২০১৮ সালে ৩৪ গোল আর ২০১৯ সালে ৩৬ গোল করে জিতেছেন এই ব্যক্তিগত অ্যাওয়ার্ডটি।

পুরস্কার নেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা এবং সন্তানরা। মেসি বলেন, ‘পরিবারের সদস্যদের সহযোগিতা ছাড়া কোনও কীর্তি গড়া সম্ভব নয়। এছাড়া সহ-ফুটবলারদের অবদানও অনস্বীকার্য। দর্শকাসনে বসে আছে লুই সুয়ারেজ ও জর্ডি আলবা। আমার এই পুরস্কারের নেপথ্যে ওরা অবশ্যই ওতপ্রোতভাবে জড়িয়ে।’

উল্লেখ্য, ফুটবলবিশ্বে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চারবার এই সম্মান পেয়েছেন।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা