হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে পালালেন স্বামী

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ১৫:৩৫
অ- অ+

রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশ ফেলে রেখে পালিয়েছেন রহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। তার স্ত্রী শিমু খাতুনকে মৃত ঘোষণা করলেই তিনি পালিয়ে যান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেছে।

রহিদুল উপজেলার বড়বিহানালী ইউনিয়নের কুলিবাড়ি গ্রামের মৃত আহসান আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে রহিদুল ইসলাম একটি ভ্যানে করে স্ত্রী শিমুকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিমু বিষপান করেছেন বলে তিনি চিকিৎসকদের জানান এবং চিকিৎসা শুরু করার অনুরোধ করেন।

পরে বিষপানের কোনো নমুনা না পেয়ে চিকিৎসক শিমুকে ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পর শিমু মারা যান। এ সময় খবর পেয়ে শিমুর স্বজনরা হাসপাতালে আসেন। তখনই মৃত স্ত্রীকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে স্বামী রহিদুল পালিয়ে যান। পরে রাতে থানায় খবর দেয়া হলে পুলিশ হাসপাতালে আসে।

শিমু খাতুনের ছোট ভাই রেজাউল করিম অভিযোগ করেন, তার বোনকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তার বোনের পরকীয়া সম্পর্ক আছে- এমন অভিযোগে ভগ্নিপতি রহিদুল প্রায়ই নির্যাতন করতেন। তিন দিন ধরে থেমে থেমে তার বোনের ওপর নির্যাতন চালানো হয়। এর ফলেই বোনের মৃত্যু হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শিমুর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদনে যদি বলা হয়, শিমুকে হত্যা করা হয়েছে- তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার করার ওপর গুরুত্বারোপ আমীর খসরুর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা