‘ফরিদপুরের উন্নয়নের বাতিঘর খন্দকার মোশাররফ’

সাজ্জাদ বাবু
ফরিদপুর
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:৩৪| আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:৩৮
অ- অ+

ফরিদপুর-৩ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে ফরিদপুরের উন্নয়নের বাতিঘর বলে মন্তব্য করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ। বলেন, ‘ফরিদপুরের উন্নয়নের বাতিঘর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে যুবলীগের প্রতিটি নেতাকর্মী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন, অর্জন ও সফলতাগুলো জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।’

সদর উপজেলার গেরদা ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বাখুন্ডা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গতকাল বিকাল ৫টায় এ সম্মেলন হয়।

কোতোয়ালি যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনের উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ।

এসময় তিনি আরো বলেন, ‘আজ ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। আজ এই দিনটি যেমন আনন্দের, অপরদিকে বেদনা বিধুর। এই যুব সমাবেশ থেকে আমি আহ্বান জানাই ১৫ আগস্টের সকল খুনিকে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যুবলীগকে শক্তিশালী করে জাতির জনকের আদর্শ, উদ্দেশ্যগুলো বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত দেশ গঠনে যুবলীগকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।’

এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে ফোয়াদ বলেন, ‘চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসার অভিযোগ থাকলে ফরিদপুর জেলা যুবলীগের কোন কমিটিতে তার স্থান হবে না।’

তিনি বলেন, ‘যুবলীগ করতে হলে দলের প্রতি শতভাগ আনুগত্য, সুশৃঙ্খল থাকতে হবে। কোনো উশৃঙ্খল ফরিদপুর যুবলীগের কোন কমিটির নেতৃত্বে থাকতে পারবে না।’

কোতোয়ালি যুবলীগ সাধারণ সম্পাদক শাহ এমআর হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা আ.লীগের সহ-সভাপতি গেরদা ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান।

এসময় আরো বক্তব্য দেন- জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক স্বপন পাল, ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, শহর যুবলীগের আহ্বায়ক চৌধুরী মো. হাসান, যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান ডেভিট, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

সম্মেলনে একজন সভাপতি প্রার্থী হওয়ায় রিয়াদ মিয়াকে সভাস্থলে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে দুজন সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় কেউ ঐকমত্যে না আসায় পরবর্তীতে কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/বিশেষ প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা