মটোরোলার ফোল্ডিং ফোন আসছে নভেম্বরে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১০:৪১
অ- অ+

চলতি বছরের শুরু থেকেই নতুন ফোল্ডেবল ডিসপ্লের মটোরোলার রেজর স্মার্টফোন সম্পর্কে কানাঘুষো চলছিল। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল ২০১৯ সালেই কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করবে মটোরোলা। এবার বিশ্বব্যাপী বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে ১৩ নভেম্বর লস এঞ্জেলসে এক লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পাঠাতে শুরু করল কোম্পানি। মনে করা হচ্ছে এই ইভেন্ট থেকে গোটা বিশ্বের সামনে আসবে মটোরোলা রেজর ২০১৯ ফোনটি।

সিনেটের প্রকাশিত রিপোর্ট জানানো হয়েছে আমন্ত্রণে একটি জিফ ফাইল পাঠানো হয়েছে। সেখানে একটি ফোন ফোল্ড ও আনফোল্ড হচ্ছে।

এদিকে বাজারে এসেছে স্যামসাংয়ের ফোল্ডিং ফোন গ্যালাক্সি ফোল্ড। শিগগিরই হুয়াওয়ে আনছে মেট এক্স নামের ফোল্ডিং ফোন। এই দুই ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে বাজারে আসছে নতুন মটোরোলা রেজর ফোন ২০১৯। ইতিমধ্যে ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চের পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। প্রিমিয়াম সেগমেন্টে ক্যামশেল ডিজাইনে বাজারে আসবে এই ফোন।

পুরনো মটোরোলা রেজরে মতোই ভার্টিকাল ফ্লিপ ডিজাইনে লঞ্চ হবে এই স্মার্টফোন। যদিও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল ১৫০০ ইউরো দামে লঞ্চ হতে পারে নতুন ফোল্ডেবল মটোরোলার রেজর ২০১৯।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব
রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা