চকবাজারে ১০ টন পলিথিন জব্দ, জরিমানা পাঁচ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১৯:৫৫
অ- অ+
ফাইল ছবি

নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির দায়ে রাজধানীর চকবাজারের তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করছে পরিবেশ অধিদপ্তর। এসময় জব্দ করা হয় প্রায় ১০ টন পলিথিন ব্যাগ ও পলিথিন দানা।

সোমবার দুপুরে চকবাজার থানার ওয়াটার ওয়ার্কস রোড এলাকায় অভিযানটি পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।

অভিযানটির নেতৃত্ব দেন ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

এসময় দুটি কারখানা ও একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির দানা উদ্ধার হয়। উদ্ধারকৃত পলিথিন ও দানার পরিমাণ প্রায় ১০ টন বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী সর্বপ্রকার শপিং ব্যাগ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

সবাইকে পলিথিন ব্যাগ ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়ে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ‘পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ছোট বড় শহরের অনেক নদীনালা, ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদূর্ভোগ সৃষ্টি হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে।‘

অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের পরিদর্শক মির্জা আসাদুল কিবরীয়া ও নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী (কামাল) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা