রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৯, ১৬:১৪| আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:০০
অ- অ+

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো রমজান, মুকুল, শাহীন, ফারজানা। সবশেষ বিকালে নিহত শিশুটির নাম জানা যায়নি। তাদের সবার বয়স ছয় থেকে নয় বছরের মধ্যে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা টাইমসকে এই খবর নিশ্চিত করেছেন।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ ঢাকা টাইমসকে বলেন, ‘ঘটনাস্থলে চার শিশুর মৃত্যুর পর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা পাঁচজন।’

আনিসুর রহমান নামে একজন প্রত্যক্ষদর্শী ঢাকা টাইমসকে বলেন, ‘বেলা সাড়ে তিনটার দিকে রূপনগর আবাসিক এলাকার শেষ সীমানায় সাইকেলে করে বেলুন ফোলানোর সিলিন্ডার নিয়ে একজন বেলুন বিক্রি করছিলেন। এসময় অনেক শিশু ও নারী আশপাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই চার শিশুর মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শী আনিস জানান, বিস্ফোরণে তাদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় এক নারীর ডান হাত উড়ে যায়। এছাড়া বেলুন বিক্রেতাসহ আরও তিনজন গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ রাসেল ঢাকা টাইমসকে বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আছে বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গেছে।’

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজাম হাজারীর নামে ১৩০০ শতক জমি, ফ্ল্যাট-বাণিজ্যিক প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে দুদক
৭৯২ কোটি টাকা সন্দেহজনক লেনদেন, স্ত্রীসহ পাপনের বিরুদ্ধে মামলা
বাতাসের গুণগতমান যাচাইয়ের জন্য আধুনিক যন্ত্র স্থাপন করা হবে: ডিএনসিসি প্রশাসক
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা