মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম নুর মোহাম্মদ।
বৃহস্পতিবার ভোররাতে নাফ নদের হোয়াইক্যং সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার আবুল কালাম নামে আরেক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
নিহত নুর হোসেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালীয়া পাড়ার ছিদ্দিক আহমদের ছেলে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান এই তথ্য নিশ্চিত করে বলেন, নাফ নদে মাছ ধরতে যাওয়া এক জেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এছাড়া অপর এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। পর্যবেক্ষণের পর পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন