স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৯, ২০:৪০
অ- অ+

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মমতাজ বেগম এই রায় দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাইর উপজেলার দাশেরহাট গ্রামের দেলোয়ার হোসেন এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক করেন। এতে বাধা দিলে স্ত্রী মনিরা আক্তারকে মারধর করতেন। এর ধারাবাহিকতায় ২০১৪ সালের ১২ জুলাই রাতে দেলোয়ার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় পরের দিন নিহত মনিরার মা নূরজাহান বেগম বাদী হয়ে দেলোয়ারসহ তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এর তিন মাস পর পুলিশ দেলোয়ারকে গ্রেপ্তার করে। এরপর ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ ওই রায় দেন। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্তার প্রমাণ না পাওয়ায় অপর দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

জজ আদালতের পিপি আবদুস সালাম বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা