ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম চাঁনতারা বেগম (৪২)। তিনি ওই এলাকার খলিল মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, খলিল মিয়ার ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খলিল ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ভোরে স্ত্রী, ছেলে ও মেয়েকে ঘুমে রেখে ফজরের নামাজে যান খলিল। পরে ঘরে এসে তার স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, জেলা সদর হাসপাতালের মর্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মেয়ে ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএ)

মন্তব্য করুন