টাইগারদের পরামর্শ দিলেন সাঙ্গাকারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ১৫:৩২| আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৫:৫০
অ- অ+

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি বিজয়ের স্বাদ পেয়েছে মুশফিকরা। বোলারদের পর ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব খুব ভালো করেই পালন করেছে। মুশফিকদের নিজিদের স্বাভাবিক খেলায় বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

দিল্লিতে ভারতের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন অভিষিক্ত নাঈম শেখ ও তিনে নামা সৌম্য সরকার। তাঁদের ৪৬ রানের জুটির পর মুশফিকুর রহিমের ৬০ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ জেতে বাংলাদেশ।

বোলারদের কার্যকরী জায়গায় ব্যবহার করে সফল হয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শক্তিশালী ব্যাটিং লাইন আপের ভারতকে নাগালে আটকায় বাংলাদেশ। তবে রাজকোটের উইকেট দিল্লির তুলনায় ভিন্ন। ব্যাটিং সহায়ক এই উইকে'টে বাংলাদেশকে একাদশ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন সাঙ্গাকারা।

লঙ্কান সাবেক এই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের নিজেদের খেলার ওপর বিশ্বাস রাখা প্রয়োজন। যেভাবে তারা প্রথম ম্যাচ খেলেছে সেটার ওপর বিশ্বা'স রাখতে হবে। উদ্বোধনী জুটি ভালো ছিল, মিডল অর্ডার খুবই শক্তিশালী। উইকেট হা'রানোর পর চাপ নিতে দেখা যায়নি তাদের।’

‘কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী ব্যাটিং বিভাগ থাকলেও বোলিংয়ে নজর দিতে হবে। চাপে ভড়কে না যাওয়া, পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা এবং মাঠ অনুযায়ী একাদশ সাজানো; এসবে দৃষ্টি দিতে হবে।’ যোগ করেন সাঙ্গাকারা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০৬ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা