অধ্যক্ষের বদলি ঠেকাতে চমেকে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ১৬:৫৬
অ- অ+

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় ক্লাস বর্জন করে তারা বিক্ষোভ করেন।

বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান প্রবেশপথে অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুর দেড়টার দিকে তাদের এই অবস্থান কর্মসূচি শেষ হয়।

অবিলম্বে অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের দাবি জানান আন্দোলনকারীরা। এ অদেশ প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ-সমাবেশে সাধারণ শিক্ষার্থী ছাড়াও চমেক ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতাকর্মীরাও অংশ নেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বদলির আদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে।’

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা