ভারতের বোলাররা অনভিজ্ঞ: ডোমিঙ্গো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ১২:৪৩

যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মোহম্মদ সামি খেলছেন না টি টোয়েন্টি সিরিজে। তাঁদের অভাবে ভারতের এই বোলিং বিভাগকে বেশ অনভিজ্ঞই দেখাচ্ছে।

রবিবার সিরিজের শেষ ম্যাচে ভারতের অনভিজ্ঞ বোলিং লাইন আপকে আক্রমণের রাস্তা নেবে বাংলাদেশ। শনিবার সাংবাদিক বৈঠকে তৃতীয় ম্যাচের রণকৌশল জানিয়ে দিলেন বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো।

খলিল আহমেদ, দীপক চাহাল ও ওয়াশিংটন সুন্দরকে নিয়ে তৈরি ভারতের বোলিং চলতি সিরিজে নজর কাড়তে পারেনি। ডোমিঙ্গো বলছেন, ‘ভারতের বোলিং আক্রমণ অনভিজ্ঞ। এ আর বলার অপেক্ষা রাখে না। আমরা যদি ভাল করে ব্যাট করি এবং নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী খেলতে পারি, তা হলে ওদের বোলিং বিভাগকে চাপে ফেলতে পারব।’

রান তাড়া করতে ভারত দক্ষ। কিন্তু, প্রথমে ব্যাট করে রান আটকে রাখার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে ভারতের। সেই কারণে বেশ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হেঁটেছিল টিম ইন্ডিয়া। নয়াদিল্লিতে ভারত প্রথমে ব্যাট করে ম্যাচ হারে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের রান তাড়া করতে নেমে ভারত খুব সহজেই ম্যাচ জিতে নেয়। ডোমিঙ্গো বলছেন, ‘ভারত খুবই ভাল দল। কিন্তু আমরা যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী ব্যাট করতে পারি, তা হলে ভারতের বোলিংকে চাপে রাখতে পারব।’

রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশের দুই ওপেনার। কিন্তু বড় রান করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ডোমিঙ্গো বলছেন, ‘দুটো ম্যাচে টস বড় ভূমিকা নিয়েছিল। পরে ব্যাট করা দল দুটো ম্যাচেই জিতেছে। শেষ ম্যাচে আমরা যদি ১৮০-১৯০ রান করতে পারতাম, তা হলে ভাল জায়গায় পৌঁছতে পারতাম। তবে খারাপ খেলার জন্য এটা কোনও অজুহাত নয়।’

উল্লেখ্য, সিরিজ নির্ধারণী ম্যাচে নাগপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :