১১ নভেম্বরের মেলায় থাকবে বড় ডিসকাউন্ট আর অফার

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ২২:২৬
অ- অ+

আজ ১১ নভেম্বর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের বৃহত্তম অনলাইন মেলা ইলেভেন ইলেভেন। দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) দ্বিতীয়বারের মত আয়োজন করেছে এই (এটিdaraz 11.11 Saleনামেও পরিচিত) ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের কো-স্পন্সর হিসেবে আছে ডেটল, বাটা, এস্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, নোকিয়া এবং লাক্স। এই সেলে দারাজ অফার করছে বিভিন্ন রকমের ভাউচার, মেগা ডিল, ফ্ল্যাশ সেল, ১১ টাকা ডিল, বিগ সেল টাইম এবং আরও অনেক আকর্ষণীয় অফার। ১০ নভেম্বর রাত ১১:৩০টায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুক লাইভের মাধ্যমে উদ্বোধন করেন দারাজ ১১.১১ ক্যাম্পেইন। সেখানে ঘোষণা করা হয় এবারের ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ ১ টাকা গেম বিজয়ীদের নাম।

ইলেভেন ইলেভেন ক্যম্পেইন থেকে আরও বেশি ডিসকাউন্ট পাবেন যেভাবে-

সেরা ডিল: দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনের উল্লেখযোগ্য ডিলগুলো হল- মাত্র ২৫,৬৯০ টাকায় স্যামসাং গ্যালাক্সি এম ৪০ স্মার্টফোন, স্যামসাং রেফ্রিজারেটর মাত্র ৪৭,৩০০ টাকায়, অ্যামেজফিট বিপ স্মার্ট ওয়াচ মাত্র ৪,৪৩০ টাকায়, ৮,৪৫০ টাকায় গুগল প্লে গিফট কার্ড এবং প্লেনের টিকেটসহ - বালি / ইন্দোনেশিয়া ৫ রাত/৬ দিনের ট্যুর প্যাকেজ পাওয়া যাবে মাত্র ৩৭,১৪০ টাকায়।

পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট: ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে দারাজ (daraz.com.bd) অফার করছে বিভিন্ন ধরণের ব্যাংক ডিসকাউন্ট, সাথে আরও থাকবে বিকাশের ক্যাশব্যাক অফার। ক্যাম্পেইনে ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ঢাকা ব্যাংক ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১৫% পর্যন্ত মূল্যছাড় (সর্বোচ্চ ক্যাপঃ ২,০০০ টাকা) এবং বাংলাদেশে ইস্যুকৃত সকল ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে ১০%মূল্যছাড় (প্রতি কাস্টমার সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত)। এছাড়াও দারাজ ১১.১১ ক্যাম্পেইনে বিকাশ অনলাইন পেমেন্টে থাকছে ১৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা (প্রতি কাস্টমার সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত, প্রতিদিন ৩০০ টাকা পর্যন্ত)।

ভাউচার: অনলাইন উৎসবটিতে দারাজ (daraz.com.bd)এর পক্ষ থেকে গ্রাহকদের জন্যে বিশাল মূল্যছাড় ছাড়াও থাকছে আই লাভ ভাউচার, হ্যাপি আওয়ার ভাউচার,ডাবল টাকা ভাউচার, শেক শেক ভাউচারসহ অন্যান্য আকর্ষণীয় অফার। এই বিশেষ ভাউচারগুলো ব্যবহার করলে বিশাল ডিসকাউন্টের পণ্যের ওপর পাওয়া যাবে আরও বেশি ছাড়। ক্রেতারা নিজের সুবিধামত ভাউচার ব্যবহার করে দারাজ অ্যাপ থেকে কিনে নিতে পারবেন পছন্দের পণ্য।

প্রতি ঘন্টার আকর্ষণ: ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে বিকেল ৫টায় থাকছে ১১ টাকা ডিল যেখানে পাওয়া যাবে- স্মার্টফোন, ট্রিমার, ওয়্যারলেস মাউস, রাউটার, পাওয়ার ব্যাংক এবং আরও অনেক ধরনের পণ্য। বিকেল ৪টায় থাকছে হ্যাপিআওয়ার ভাউচার, সকাল ১১টায় থাকছে আউটার স্পেস, ফ্রুট ক্রাশ, ফ্লাইয়িং ড্যাজ-এর মত মজাদার গেম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন টিভি এবং দারাজ (daraz.com.bd) ভাউচারসহ নানারকম পুরস্কার। এছাড়াও দুপুর ১২টা, সন্ধ্যা ৬টা এবং রাত ৯টায় থাকছে শেক শেক ভাউচার, যেখানে থাকছে মোটরসাইকেল ও আই-ফোনসহ বিভিন্ন রকমের আকর্ষণীয় পণ্য। এই অফারগুলো পাওয়া যাবে শুধুমাত্র নির্ধারিত সময়ে এবং সীমিত স্টকে, যার জন্যে ক্রেতাকে প্রতি ঘণ্টায় দারাজের অ্যাপটি ভিজিট করতে হবে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
বিএনপি ক্ষমতায় গেলে চব্বিশের শহীদদের নামে হবে স্থাপনা-সড়কের নাম: তারেক রহমান
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা