সাড়ে তিন কেজি সোনার বারসহ আটক ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ১৮:১৯
অ- অ+

ভারতে সোনা পাচারকালে ১৬ পিস সোনার বারসহ এক নারী ও দুইজন পুরুষ পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী ও দৌলতপুর ও ঘিবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ সোনার মূল্য এক কোটি ৭৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আটকরা হলেন- রবিউল ইসলাম, দিলিপ কুমার ও মনিরা খাতুন। তারা দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভারতে সোনা পাচার করে আসছিল বলে জানায় বিজিবি।

৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির তিনটি টহলদল আমড়াখালি এলাকা থেকে রবিউল ইসলামকে আট পিস (৭৮৫ গ্রাম) , ঘিবা সীমান্ত থেকে দিলিপ কুমারকে দুই পিস (দুই কেজি) ও দৌলতপুর সীমান্ত থেকে মনিরা খাতুনকে ছয় পিস (৭০০ গ্রাম) মোট তিন কেজি ৪৮৫ গ্রাম সোনার বারসহ আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এএইচ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা