যশোরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:৩৬
অ- অ+

যশোরের মণিরামপুরে সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাহাবুল আলম মরদেহ উদ্ধার করে। গতকাল সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে।

সুরাইয়া উপজেলার হরিহরনগর ইউপির মদনপুর গ্রামের লিটন সরদারের মেয়ে। সে মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য শামসুর রহমান জানান, গত রবিবার সন্ধ্যায় সুরাইয়াদের বাড়ির পাশে একটি মসজিদে ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল। বিকালে সুরাইয়া পাড়ার অন্য মেয়েদের সাথে মাহফিলের মাঠ ঝাড়ু দিচ্ছিল। সেখান থেকে তার মা নাজমা বেগম সুরাইয়াকে বাড়িতে ডেকে নিয়ে খুব মারধর করে। এরপর রাগ করে তিনি মেয়েকে ফেলে একই উপজেলার রাজবাড়িয়া গ্রামে পিতার বাড়িতে চলে আসেন। ওই সুযোগে নিজ পড়ার ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় সুরাইয়া। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

উপ-পরিদর্শক (এসআই) সাহাবুল আলম বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির আত্মহত্যার জন্য ওর মা দায়ী।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার করার ওপর গুরুত্বারোপ আমীর খসরুর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা