সাজাপ্রাপ্ত শিশুদের সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ১৯:৪৭
অ- অ+

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ১২-১৮ বছর বয়সের কত শিশু জামিনে মুক্তি পেয়েছে, তা জানতে চেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের কম বয়সি কত শিশু মুক্তি পেয়েছে এবং তাদের কার কাছে তুলে দেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে আদালত।

মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল হালিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত উল্লেখিত শিশুর বাইরে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত অন্য কোনো শিশু আছে কি না, থাকলে তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে বলেছে আদালত। আগামী মঙ্গলবারের মধ্যে রাষ্ট্রপক্ষকে এসব তথ্য জানাতে হবে। সেই দিন পরবর্তী আদেশের দিন ধার্য করেছে আদালত।

'আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে গত ৩১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হলে তা নজরে আনেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল হালিম। শুনানি শেষে স্বপ্রণোদিত হয়ে ওই আদেশ দেয় আদালত ।

ওইদিন ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে গাজীপুরের টঙ্গী ও যশোরের পুলেরহাটের কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের কম বয়সি শিশুদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। টঙ্গী ও যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত হয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২ বছরের বেশি বয়সী থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী শিশুদের ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা