মেলার শেষ দিনে ২১ প্রতিষ্ঠান কর দিয়েছে ২৯৩ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ১৭:০০| আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৯:০০
অ- অ+

আয়কর মেলার শেষ দিন বুধবার বৃহত্তর করদাতা ইউনিট (এলটিইউ) থেকে ২১ প্রতিষ্ঠান ২৯৩ কোটি টাকা রাজস্ব দিয়েছে।

বুধবার দুপুরে অফিসার্স ক্লাবে বৃহত্তর আয়কর ইউনিট (এলটিইউ)-আয়কর এর আওতাধীন ২১টি প্রতিষ্ঠান এনবিআর চেয়ারম্যানের হাতে আয়করের পে-অর্ডার হস্তান্তর করেন। এই উপলক্ষে আয়কর মেলা প্রাঙ্গণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

বৃহত্তর করদাতা ইউনিটের ২১ প্রতিষ্ঠানে মধ্যে ৫০ কোটি টাকা কর প্রদান করেছে আইএফআইসি ব্যাংক। ২৫ কোটি টাকা কর দিয়েছে ট্রাস্ট ব্যাংক। আর ২০ কোটি টাকা কর প্রদান করেছে সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। ১৫ কোটি টাকা প্রদান করেছে ঢাকা ব্যাংক। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রদান করেছে ২০ কোটি টাকা। এছাড়া আরো নয়টি ব্যাংক ১০ কোটি টাকা করে কর প্রদান করেছে এগুলো হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক , মধুমতি ব্যাংক , যমুনা ব্যাংক , ন্যাশনাল ব্যাংক , আর আরাফা ইসলামী ব্যাংক , ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক , ব্র্যাক ব্যাংক। এছাড়া সাধারণ বীমা কর্পোরেশন ১০ কোটি টাকা, বেক্সিমকো লিমিটেড দিয়েছে ২ কোটি টাকা, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এক কোটি টাকা।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া কর প্রদাদনকরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের করের একটি অংশ জমাদিয়েছেন। আপনাদের ধন্যবাদ।

প্রসঙ্গত গত মঙ্গলবার ব্রিটিশ আমেরিকান টোবাকো জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ৫০ কোটি টাকা প্রদান করে। আর আয়কর মেলার প্রথম দিন গ্রামীণফোন ১৫০ কোটি টাকা এবং ইসলামী ব্যাংক ১০০ কোটি টাকা কর প্রদান করে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেআর/আরএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা