মগবাজার-উত্তরায় আড়াইশ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ১৯:৩০
অ- অ+

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মগবাজার ও উত্তরায় বুধবার অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়।

মগবাজারে অভিযানটি পরিচালনা করেন অঞ্চল-৩ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।

অভিযানে মগবাজার রেলক্রসিং থেকে বিশাল সেন্টার পর্যন্ত সড়কের দুইপাশে এবং ফ্লাইওভারের নিচে শতাধিক অস্থায়ী উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে রয়েছে দোকান, টং ঘর, ছাউনি।

দোকানের নির্ধারিত স্থানের বাইরে বর্ধিত করায় এক দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ডিএনসিসির অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উত্তরার ৩ ও ১০ নম্বর সেক্টরে।

অভিযানে দুই শতাধিক অস্থায়ী দোকান, ভ্যান ও ছাউনি ইত্যাদি উচ্ছেদ করা হয়।

এসময় ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে তিনজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সংঘর্ষে দুজন নিহত
গোপালগঞ্জে কারফিউ জারি, চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা