ইডেনে টিকিট কালোবাজারি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ১৪:২০
অ- অ+

ঐতিহাসিক ইডেন টেস্ট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়োজনের কোনো কমতি নেই। দিবা-রাত্রির এই টেস্টে গোলাপি বলে বিরোধিতা করবে বাংলাদেশ-ভারত। তাইতো গোলাপি সাজে সেছে পুরো কলকাতা। তাই সমর্থকদের মাঝেও এই টেস্ট নিয়ে উত্তেজনার কমতি নেই। ম্যাচের টিকিট সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছে বাঙালিরা।

কলকাতায় গোলাপি বলে ভারত-বাংলাদেশের দিন রাতের টেস্ট ম্যাচের টিকিট নিয়ে সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই ম্যাচের প্রথম চার দিনের সমস্ত টিকিট সোল্ড আউট। এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে কিছু কালোবাজারি। তবে কলকাতা পুলিশও বসে নেই। বুধবার দুপুরে ইডেন গার্ডেনের বাইরে কড়া নজরদারি চালিয়ে ক্রিকেট ম্যাচের টিকিট ব্ল্যাক করার অপরাধে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করল কলকাতার লালবাজারের গোয়েন্দা শাখা।

সব মিলিয়ে মোট ৩৮টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল থেকেই লালবাজার গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে ইডেন গার্ডেন্সের বাইরে কড়া নজরদারি চালান। স্টেডিয়ামের বাইরে জমায়েত করা অসংখ্য ক্রিকেটপ্রেমীদের ওপরও নজর রাখা হয়। সন্দেহজনক গতিবিধি দেখলেই জিজ্ঞাসাবাদ করা হয় অনেককে।

সূত্রের খবর, বুধবার বিকেলে কয়েকজন ক্রিকেটপ্রেমীকে ব্ল্যাকে টিকিট বিক্রি করতে গিয়ে গোয়েন্দাদের জালে ধরা পড়ে। ধৃত ছয় জনকে তল্লাশি চালিয়ে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক ম্যাচের মোট ৩৮টি টিকিট বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের সকলের বিরুদ্ধে ময়দান থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ঐতিহাসিকেইডেন টেস্টে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা