কমল হাসানের অপারেশন শুক্রবার

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ১৭:০৬
অ- অ+

ফিল্মি কেরিয়ারের পাশাপাশি বর্তমানে রাজনীতি নিয়েও চূড়ান্ত ব্যস্ত বলিউড ও দক্ষিণী ছবির সুপারস্টার কমল হাসান। এর মধ্যেই শুক্রবার তার অস্ত্রোপচার হতে চলেছে।

২০১৬ সালে অফিসের সবচেয়ে প্রিয় কোণ থেকে প্রায় ১৮ ফুট নীচে পড়ে পা ভেঙে যায় অভিনেতার। সেই সময় অস্ত্রোপচার করে তার পায়ের ভেতর একটি ইমপ্লান্ট লাগানো হয়েছিল। শুক্রবারের অস্ত্রোপচারে সেটিই পা থেকে বের করা হবে।

কমল হাসানের পার্টি মাক্কাল নীধি মাইয়ামের তরফ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের জন্য সুপারস্টার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

দলটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজনৈতিক নানা কাজ এবং ছবির শুটিংয়ের জন্য বেশ কয়েকবার অস্ত্রোপচার পিছিয়ে দিতে হয়েছে। তারপর কয়েক সপ্তাহ তাকে বাধ্য করা হয়েছে সম্পূর্ণ বিশ্রাম নিতে। অন্যথা হলে, সেরে উঠতে বেশ সময় লাগবে।

বর্তমানে শংকরের ‘ইন্ডিয়ান টু’-এর শুটিংয়ে ব্যস্ত কমল হাসান। এই ছবিতে সিদ্ধার্থ, রাকুল প্রীত সিং, ববি সিনহা এবং প্রিয়া ভবানী শংকরও রয়েছেন।

ঢাকাটাইমস/২১নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা