গৃহবধূকে ন্যাড়া করার অভিযোগে স্বামী গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ২১:৪১
অ- অ+

বগুড়ার নন্দীগ্রামে চালের বয়াম ভাঙার অপরাধে গৃহবধূকে ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী মোরশেদুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সকালে অভিযুক্ত মোরশেদুলকে আটক করেছে পুলিশ। মোরশেদুল ইউসুবপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

স্থানীয় বলছে, বৃহস্পতিবার বিকালে মোরশেদুলের স্ত্রী হাত থেকে চাল রাখার বয়াম পড়ে ভেঙে যায়। এতে তার শাশুড়ি ক্ষিপ্ত হয়ে তাকে গালাগালি করতে থাকেন। সন্ধ্যায় মোরশেদুল বাড়ি ফিরে এলে তার মা তাকে বিষয়টি জানালে সে ক্ষিপ্ত হয়ে দোকান থেকে ব্লেড এনে তার স্ত্রীকে ন্যাড়া করে দেয়।

বিয়ের পর থেকেই মোরশেদুল তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করত। এ নিয়ে প্রায় প্রতিদিন ওই বাড়িতে হৈচৈ লেগেই থাকত। এ নিয়ে গ্রামের গণ্যমান্যরা বেশ কয়েকবার সালিশও করেছেন। তারপরেও থেমে থাকেনি নির্যাতন।

নির্যাতিতার মা মনজু আরা জানান, খবর পেয়ে মেয়ের বাড়িতে আসি। এসে দেখি, আমার মেয়েকে ন্যাড়া করে দেয়া হয়েছে। আমার মেয়ে আহাজারি করে আমাকে জানায়, চালের বয়াম ভাঙার কারণে তার শাশুড়ির নির্দেশে তার স্বামী তাকে ন্যাড়া করে দিয়েছে। তার শাশুড়ি হাসুয়া নিয়ে দাঁড়িয়ে থেকে তার স্বামী মোরশেদুলকে দিয়ে আমার মেয়ের মাথা ন্যাড়া করে নেয়।

তিনি আরও জানান, ১০ মাস আগে মোরশেদুলের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাই যৌতুকের জন্য আমার মেয়েকে নির্যাতন করত। জামাইকে ফোন দিলে সে বলত, আমার সাথে কথা বললে প্রতি কথায় ১০ হাজার টাকা দিতে হবে।

স্বামী মোরশেদুল এসব অভিযোগ অস্বীকার করেন। বলেন, ‘আমার স্ত্রী যেন কোথাও যেতে না পারে এবং আমার বাধ্য থাকে- এ কারণেই তাকে ন্যাড়া করে দিয়েছি।’

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, মোরশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা