ছেলেদের বিরাট-ধোনির মত দেখতে চান শেওয়াগ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ১২:৫৫
অ- অ+

প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ত্রাস হিসিবে পরিচিত ছিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দর শেওয়াগ। ইনিংসের প্রথম বল থেকেই বোলারদের বেধড়ক পিটিয়ে ভারতের হয়ে নানান কীর্তি গড়েছেন তিনি। অথচ তিনিই চান না ছেলেরাও তার মতই ক্রিকেটার হউক!

শেওয়াগ চান ছেলেরা মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া কিংবা বিরাট কোহলির মতো ক্রিকেটার হউক। শেওয়াগের বড় ছেলে আরিয়াবীরের বয়স এখন ১২ বছর এবং ছোট ছেলে বেদান্তের বয়স মাত্র ৯ বছর।

ভবিষ্যতে ছেলেরা ক্রিকেটার হতে চাইলে কোহলি-ধোনির মতো ক্রিকেটার বানানোর ইচ্ছে রয়েছে শেওয়াগের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ওদের আরেকজন বীরেন্দর শেওয়াগ হিসেবে দেখতে চাই না। ওরা কোহলি, ধোনি কিংবা পান্ডিয়ার মতো হতে পারে চাইলে। ক্রিকেটার না হতে পারলেও সমস্যা নেই। নিজেদের ক্যারিয়ার ওরা নিজেদের পছন্দ মতই ঠিক করবে। আমি সর্বদা সমর্থনের জন্য পাশে ত আছিই। তবে সবার আগে ভালো মানুষ হতে হবে ওদের।’

এদিকে নিজের বাবার ইচ্ছানুযায়ী একটি ক্রিকেট স্কুল বানানোর পরিকল্পনা করছে শেওয়াগ। যেখানে পড়ালেখার পাশাপাশি ছেলে-মেয়েরা ক্রিকেটও খেলতে পারবে। থাকবে আবাসন ব্যবস্থাও।

এ প্রসঙ্গে শেওয়াগ বলেন, ‘আমার বাবার ইচ্ছা পরিষ্কার ছিল। তিনি বলেছিলেন, তুমি যদি একজন সফল ক্রিকেটার হতে পারো, তবে একটা স্কুল বানাবে- যেখানে শিশুরা পড়তে, খেলতে এবং থাকতে পারবে। ক্যারিয়ারের শুরুর দিকে আমরা প্রত্যেকেই কমবেশি কষ্ট করি। এখন আমি আমার বাবার ইচ্ছা পূরণ করতে চাই।’

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা