ন্যাশনাল লিডারশিপ কার্নিভাল শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ২৩:৪৭

তরুণদের নেতৃত্বের বিকাশ, দেশের পরিবর্তনে তাদের ভূমিকা ও সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে শুক্রবার (২৯ নভেম্বর) বসছে নেতৃত্ব বিকাশের উৎসব ‘ন্যাশনাল লিডারশিপ কার্নিভাল–২০১৯’।

জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ আয়োজিত উৎসবটি বসবে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) অডিটোরিয়ামে। সহযোগিতায় থাকছে ইউকে এইড এবং মানুষের জন্য ফাউন্ডেশন। কার্নিভালের মিডিয়া পার্টনার দৈনিক ঢাকা টাইমস।

তরুণদের নেতৃত্বের বিকাশ ও সমাজ তথা দেশ পরিবর্তনে তরুণদের ভূমিকা ও সম্পৃক্ততা বৃদ্ধি করণের লক্ষ্যে দেশের মোট ৭২টি বিশ্ববিদ্যালয় থেকে আগত ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের প্রায় ৪০০ জন তরুণ সদস্যদের নিয়ে শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

আয়োজকরা জানান, কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ডিএফআইডি বাংলাদেশ প্রধান যুদিথ হারবার্টসন, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হায়দার আলী খান, কৃষিবিদ ইনস্টিটিউটের সাংগঠনিক সম্পাদক দীপক কুমার বনিক। এতে সভাপতিত্ব করবেন মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিন আনাম।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/জেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :