‘বিগ বস’ ছাড়তে চান সালমান

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯
অ- অ+

বলিউড তারকা সালমান খান সঞ্চালিত জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’। বর্তমানে চলছে এই শোয়ের ১৩তম সিজন। ইতোমধ্যে সিজনের কয়েকটি এপিসোড সঞ্চালনা করেছেন সালমান খান। তবে কিছুদিন ধরে কানাঘুঁষা, বাকি এপিসোডগুলোতে আর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে না বলিউড ভাইজানকে। তার জায়গায় নাকি আসছেন ফারহা খান।

যদিও এ নিয়ে সরাসরি কিছু বলেনি কালার্স টিভি চ্যানেল কর্তৃপক্ষ। মুখ খোলেননি সালমান বা ফারহাও। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সালমানের ফিল্ম নিয়ে ব্য¯Íতার কারণেই ‘বিগ বস ১৩’ ছাড়তে চাইছেন তিনি। ‘দাবাং থ্রি’-এর পরই তার পাইপলাইনে রয়েছে ‘রাধে’। সে কারণেই নাকি ‘বিগ বস’-এর দায়িত্ব ঝেড়ে ফেলতে চান ভাইজান।

কয়েকটি এপিসোড যাওয়ার পর ‘বিগ বস ১৩’-এর খেলা এখন বেশ জমে উঠেছে। ঘরে ঘরে বিগ বসের নানা প্রতিযোগীকে নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে রয়েছেন ভক্তরা। এরই মধ্যে সালমান খানের প্রতি এপিসোডের আয় আরও বাড়িয়ে দেয়া হয়েছে। সূত্রের খবর, প্রতি এপিসোডের জন্য বাড়তি আরও দুই কোটি টাকা করে পাবেন ভাইজান।

‘বিগ বস ১৩’-এর বয়স পাঁচ সপ্তাহ হয়ে গেছে। সালমান খান ছবির কাজের জন্যই নাকি এই শো সঞ্চালনা থেকে বিরতি নিতে চান। কিন্তু কালার্স চ্যানেল কর্তৃপক্ষ কোনো ভাবেই সালমানকে ছাড়তে রাজি নন। সে কারণেই প্রতি এপিসোডে তার ফি আরো দুই কোটি করে বাড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছে।

ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা