‘পুলিশ বিশ্ববিদ্যালয়’ তৈরির ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:০৯| আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:১২
অ- অ+

ভারতে পুলিশদের জন্য আলাদা ‘পুলিশ বিশ্ববিদ্যালয়’ তৈরির ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন বিজেপি’র সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ এর এক অনলাইন প্রতিবেদনে বলা হয়, পুনে রাজ্যে দেশের সব রাজ্যের ডিজি, আইজি, গোয়েন্দা বিভাগের প্রধানদের নিয়ে তিন দিনের কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই কনফারেন্সে যোগ দিয়েছেন। সেখানেই অমিত শাহ পুলিশদের জন্য আলাদা বিশ^বিদ্যালয় তৈরির ঘোষণা দেন।

পুলিশদের জন্য বিভিন্ন রাজ্যে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলেজও তৈরি করা হবে বলেও মন্তব্য করেন অমিত শাহ। এছাড়া তিনি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে অমিত শাহ ‘বৈচারিক কুম্ভ’ বলেও আখ্যা দেন।

অনুষ্ঠানের শুরুতে সব পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেন। পাশাপাশি শহীদ পুলিশদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও কনফারেন্সে অংশগ্রহণ করেন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মতো মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
ঢাকায় বেলারুশ দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
আরপিও সংশোধনে অষ্টম কমিশন সভা বৃহস্পতিবার, জানুন সভার আলোচ্যসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা