সোনা জিততে পারল না জামাল ভূঁইয়ারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:২৭| আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:২৭
অ- অ+

এসএ গেমসের ১৩ তম আসরেও সোনা জেতা হল না বাংলাদেশের। ৯ বছরের আক্ষেপ ঘোচাতে গিয়ে অপেক্ষার সময় বাড়লো আবারও। ডু অর ডাই ম্যাচে আজ স্বাগতিক নেপালের কাছে ১-০ তে হেরে ফাইনালে যাওয়া হলনা বাংলাদেশের। ম্যাচের একমাত্র গোলটি করেন সুনীল বাল।

প্রথমার্ধে শুরু থেকেই দুর্দান্ত আক্রমণ চালাতে থাকে নেপাল। ফলাফলও পেয়ে যায় দ্রুত । ১১ মিনিটে বাংলাদেশের শক্ত রক্ষণকে বোকা বানিয়ে নেপালকে লিড এনে দেন সুনীল বাল।

সুনীল বালের গোলের পরেই রক্ষণাত্মক খেলা খেলতে থাকে নেপাল। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েছিল জীবন এবং রবিউল। কিন্তু আনাড়ি ফিনিশিংয়ে গোল পায়নি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে বেশ চনমনে মনে হলেও দূর্বলতা ছিল ফিনিশিংয়েই। জীবনের একের পর এক বোকামিতে গোলবঞ্চিত হয়েছে বাংলাদেশ। খেলার ৬০ মিনিটে জীবনের পরিবর্তে মাঠে নামে ইব্রাহিম।

ইব্রাহিম মাঠে নেমেই বেশ কিছু সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে পারেননি। অগোছালো পাস, লংপাস দূরে ঠেলে দিয়েছে জয় থেকে।

৬০ মিনিটের পরে হালকা ট্যাকলে দুর্দান্ত অভিনয় শুরু করে নেপালী ফুটবলাররা। একের পর এক ফুটবলার স্ট্রেচারে করে মাঠ ছাড়তে থাকে সময় নষ্ট করার উদ্দেশ্যে।

৮৮ মিনিটে অযথাই ফাউলের অভিনয় করে রেফারি জামাল ভুঁইয়াকে হলুদ কার্ড দেখান। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে আবারও অভিনয় করলে জামাল ভুঁইয়া রেগে যান। ফলে উষ্ণ বাক্য বিনিময়ের এক পর্যায়ে দ্বিতীয় হলুদ কার্ড খেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক জামাল ভুঁইয়া।

শেষ পর্যন্ত নেপালের কাছে ১-০ তে হেরে সোনা জয়ের মিশন ব্যর্থ হল জামাল ভুঁইয়াদের।

(ঢাকাটাইমস/০৮ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা