এই পুরস্কার জীবনের সবচেয়ে বড় অর্জন: সায়মন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:০২| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৮
অ- অ+
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিচ্ছেন চিত্রনায়ক সায়মন সাদিক

রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন চিত্রনায়ক সায়মন সাদিক। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জান্নাত’ ছবিতে সায়মনের অনবদ্য অভিনয়ের জন্য তার হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত সায়মন বলেন, ‘এটি আমার কেরিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনাদের দোয়ায় সম্মানিত জুরিবোর্ড আমাকে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এই রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছেন। অভিনয় শিখতে চাওয়া একটা ছেলের কাছে এটি জীবনের সবচেয়ে বড় অর্জন। সবাই দোয়া করবেন, আপনাদের ভালোবাসার মান যেন রাখতে পারি।’

জান্নাত’-এ সায়মনের নায়িকা ছিলেন মাহিয়া মাহি। সুদীপ্ত সাঈদ খানের লেখা কাহিনিতে এ ছবিটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। শ্রেষ্ঠ কাহিনিকার ও শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তারা দুজনও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া একই ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন আলীরাজ। ‘জান্নাত’-এ তিনি নায়িকা মাহিয়া মাহির বাবার চরিত্রে অভিনয় করেছেন।

২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জী হুজুর’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল কিশোরগঞ্জের ছেলে সায়মন সাদিকের। ওই ছবিতে তার নায়িকা ছিলেন সারা জেরিন। সায়মন দর্শক-সমালোচকদের নজর কাড়েন পরের বছর মুক্তি পাওয়া ‘পোড়ামন’ দিয়ে। এই ছবিটির পরিচালকও জাকির হোসেন রাজু। সেখানে সায়মনের বিপরীতে ছিলেন মাহিয়া মাহি। ‘জান্নাত’ তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি।

ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
বিএনপি ক্ষমতায় গেলে চব্বিশের শহীদদের নামে হবে স্থাপনা-সড়কের নাম: তারেক রহমান
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা